ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের শ্রীনগরে জঙ্গি হামলায় ৬ বিএসএফ সদস্য আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
ভারতের শ্রীনগরে জঙ্গি হামলায় ৬ বিএসএফ সদস্য আহত

ঢাকা: ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরের কাছাকাছি এলাকায় জঙ্গি হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছয় জওয়ান আহত হয়েছেন।

সোমবার রাতে এ ঘটনা ঘটে।

আহত জওয়ানদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদমাধ্যম জানায়, বিএসএফ সদস্যরা পেহেলগাম থেকে বহর নিয়ে শ্রীনগরের দিকে যাচ্ছিল। এ সময় তাদের লক্ষ করে জঙ্গিরা গুলি করে পালিয়ে যায়।

এদিকে, রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় সফরের আগ মুহূর্তে এ হামলা চালানো হয়েছে।

বুধবার জম্মু ও কাশ্মিরের লেহ এবং কার্গিল জেলা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মোদীর।

‍বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।