ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সন্তানের জন্য মায়ের দুঃসাহসিকতা

আন্তর্জা‍তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
সন্তানের জন্য মায়ের দুঃসাহসিকতা ছবি: সংগৃহীত

ঢাকা: পুরো ঘটনাটি ঘটে গেলো কয়েক সেকেন্ডের মধ্যে। দ্রুত গতিতে আসছে ট্রেন।

এরই মধ্যে রেললাইনে পড়ে গেল প্রাণের চেয়ে প্রিয় শিশু সন্তান। জীবন বাজি রেখে ছুটলেন মা। তুলে আনলেন সন্তানকে। এর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বুক কাঁপিয়ে রেললাইন ধরে চলে গেলো ট্রেনটি।

নিজের সন্তান বাঁচাতে এমনই দুঃসাহসিকতার পরিচয় দিলেন এক মা। ঘটনাটি লন্ডনের জর্জ স্ট্রিটের টিউব স্টেশনের।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে। ফুটেজে দেখা যায়, একজন লোক একটি শিশুকে বেবি পুশচেয়ারসহ প্লাটফর্মে রেখে পরিবারের অন্য সদস্যদের সাহায্য করতে যান। এসময় প্লাটফর্ম অতিক্রম করা একটি ট্রেনের বাতাসের ঝাপটায় শিশুটির পুশচেয়ার এগিয়ে গিয়ে পড়ে লাইনের উপর।
এসময়ই ওই লাইন বরাবর আরও একটি ট্রেন এগিয়ে আসতে থাকে। এসময় আকস্মিক শিশুটির মা রেললাইনের উপর ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে। এর কয়েক সেকেন্ড পরেই ট্রেনটি লাইন অতিক্রম করে।    

এ বিষয়ে দেশটির পুলিশ প্রধান মার্ক লাওরি বলেন, এটি মারাত্মক একটি দুর্ঘটনা। আর একটু সময় অতিবাহিত হলেই মা ও শিশু দু’জনেরই প্রাণ যেতো। এ অসর্তকতার জন্য মা-বাবা দু’জনকেই দায়ী।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।