ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইবোলা ভাইরাসে নিহতের সংখ্যা হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
ইবোলা ভাইরাসে নিহতের সংখ্যা হাজার ছাড়ালো ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বব্যাপী ইবোলা ভাইরাসে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সবশেষ হিসাব অনুযায়ী এ সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩ জনে।

আক্রান্তের সংখ্যা এক হাজার ৮৪৮ জন।

মঙ্গলবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) এ তথ্য জানায়।

পশ্চিম আফ্রিকার তিন দেশে গত ৭ থেকে ৯ আগস্টের মধ্যে ৫২ জন মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়। দেশ তিনটির নাম গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওন বলে সোমবার প্রকাশিত তথ্যে জানানো হয়।
 
এ সময় গিনিতে নিহতের সংখ্যা ৬ ও আক্রান্তের সংখ্যা ১১ জন, লাইবেরিয়ায় নিহত ২৯, আক্রান্ত ৪৫ এবং সিয়েরা লিওনে নিহতের সংখ্যা ১৭ ও আক্রান্তের সংখ্যা ১৩ জন।
 
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।