ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সেলফি তুলতে গিয়ে প্রাণ গেলো দম্পতির!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
সেলফি তুলতে গিয়ে প্রাণ গেলো দম্পতির!

ঢাকা: প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড় ও সমুদ্রে সময় কাটাতে দুই শিশু সন্তানসহ ভ্রমণে যান পোল্যান্ডের এক পরিবারের চার সদস্য। ভ্রমণের স্থান ছিল পর্তুগালের পশ্চিমের কোবা ডি রাকা।



কিন্তু তাদের এ ভ্রমণ স্মরণীয় করে রাখতে গিয়েই ঘটে বিপত্তি। সেলফি তুলতে গিয়ে অসাবধানতাবশত পাহাড় থেকে কয়েকশ’ ফিট নিচে সমুদ্রে পড়ে প্রাণ হারান ওই পোলিশ দম্পতি।

আর বাবা-মা’র করুণ মৃত্যু দৃশ্য নিজ চোখে দেখে পাঁচ ও ছয় বছর বয়সী দুই সন্তান। ঘটনার পরদিন সমুদ্র থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ। তাবে তাদের নাম জানা যায় নি।

এ বিষয়ে পুলিশের বক্তব্য, সেলফি তুলতে প্রাণ গিয়েছে এ পোলিশ দম্পতির। আটলান্টিকের মনোরম সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে গিয়ে তারা এ দুর্ঘটনার শিকার হন।

ঘটনার পর নিহত দম্পতির পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।