ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ৫৩ ভাগ কন্যাশিশু যৌন নির্যাতনের শিকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
ভারতে ৫৩ ভাগ কন্যাশিশু যৌন নির্যাতনের শিকার

ঢাকা: ভারতের ৫৩ ভাগ কন্যাশিশু যৌন নির্যাতনের শিকার বলে জানিয়েছেন একজন বিচারপতি। তিনি বলেন, মহারাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ১৯৮টি শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

কিন্তু মাত্র ৩৮টি মামলায় আসামি দোষী সাব্যস্ত হয়েছেন।

মঙ্গলবার মুম্বাইয়ে একটি সেমিনারে এক আলোচনা সভায় বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি মোহিত এস শাহ এ তথ্য জানান।

বিচারপতি আরো বলেন, এ অবস্থার দ্রুত পরিবর্তন করতে হবে। এ অবস্থার তদারকি ও আইনে প্রয়োগ আরো বাড়াতে হবে। আমাদের তৃণমূল পর্যায়ে গিয়ে আইনের প্রয়োগ ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং শিশুর ওপর যৌন নির্যাতন বন্ধ করতে হবে।

‘আমরা যদি শিশুর ওপর যৌন নির্যাতন বন্ধ করতে চাই তাহলে বিচারপ্রক্রিয়া ও সামাজিক অবস্থা শিশু-বান্ধব হতে হবে’ বলেন বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি।

একই অনুষ্ঠানে মহারাষ্ট্রের নারী ও শিশু উন্নয়ন অধিদপ্তরের প্রধান কর্তা উজ্জ্বল উকে বলেন, শিশুর উপর যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ। অপরাধীরা এর মধ্য দিয়ে একটি শিশুর জীবনকে শুরুতেই ক্ষত করে দিচ্ছে। এরজন্য আমাদের সমাজিক পরিবেশও দায়ী।

তবে মহারাষ্ট্র সরকার শিশু নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে উল্লেখ করে উজ্জ্বল উকে বলেন, আমরা শিশু নির্যাতনের মামলার ব্যাপারে আরো পদক্ষেপ নেব।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।