ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে ব্রিটিশ বিশেষ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪
ইরাকে ব্রিটিশ বিশেষ বাহিনী

ঢাকা: ইরাকের উত্তরাঞ্চলে অনেক আগেই রাজকীয় বিশেষ বিমান বাহিনী (এসএএস)  ও সেনাবাহিনীর রেজিমেন্ট মোতায়েন করেছে ব্রিটেনের সরকার।

এসএএস, সেনাবাহিনী ও সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।



ইরাকে নিযুক্ত ব্রিটিশ বাণিজ্য বিষয়ক বিশেষ দূত এমা নিকোলসনের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, এসএএস ও সেনাবাহিনীর বিশেষ রেজিমেন্ট সেখানে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সঙ্গে একত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহে ছয় মাস ধরে কাজ করছে।

সংবাদ মাধ্যমটির এ খবরে সত্যতা যাচাইয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে একজন মুখপাত্র জানান, বিশেষ বাহিনীর কোনো অভিযান নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি নন।

টেলিগ্রাফ জানায়, মানবিক সহায়তা দিতে ওই অঞ্চলে সামরিক প্লেন ও হেলিকপ্টার পাঠিয়েছে ব্রিটেন।

বুধবার নিজের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, সিনজারে আটকে পড়া সংখ্যালঘু  ইয়াজিদি সম্প্রদায়ের শরণার্থীদের উদ্ধারে বিশ্ববাসীর পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে যুক্তরাজ্য।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।