ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরানকে লক্ষ্য করে গুলি, পাকিস্তানে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪
ইমরানকে লক্ষ্য করে গুলি, পাকিস্তানে সংঘর্ষ

ঢাকা: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ও বিরোধী দলের নেতা ইমরান খানের গাড়িবহর লক্ষ্য করে গুলি করা হয়েছে। এতে দেশটির ‘আজাদি’ দিবসে (স্বাধীনতা দিবস) চলমান অভিযাত্রা কর্মসূচিতে ইমরান সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।



শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গুলিতে ইমরান খান আহত না হলেও গুজরানওয়ালা শহরে তার সমর্থক ও সরকারসমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে।

বিতর্কিত ‘‍আধ্যাত্মিক’ নেতা তাহির উল ক্বাদরি ও ইমরানের নেতৃত্বাধীন এ বিক্ষোভকে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন মুসলিম লিগ জোটের সরকারের ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে বড় আন্দোলন বলে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।