ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে ভূমিধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪
নেপালে ভূমিধসে নিহত ১০

ঢাকা: মৌসুমি বায়ুর প্রভাবে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে নেপালের পশ্চিমাঞ্চলীয় পর্বত এলাকায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া জাতীয় মহাসড়কের পাশে ‍অবস্থিত একটি ব্রিজের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



সংবাদমাধ্যম জানায়, প্রবল বর্ষণে ভূমিধসে কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ৬ জন। ঘরবাড়ি ভেসে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছেন পূর্বাঞ্চলীয় সমতল এলাকার মানুষজনও।

হিমালয় পর্বতের পাশে অবস্থিত দেশটিতে প্রতিবছর ভূমিধস ও বন্যায় বহু মানুষের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।