ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ২৪ নারী ও ৮৪ বালক অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪
নাইজেরিয়ায় ২৪ নারী ও ৮৪ বালক অপহৃত

ঢাকা: নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি দুর্গম এলাকা থেকে ২৪ নারী ও ৮৪ বালককে অপহরণ করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বোকো হারাম।

দেশটির উত্তরাঞ্চলের মাইদুগুরি শহরতলীর দোরনবাগা গ্রামে তাণ্ডব চালিয়ে এদের অপহরণ করা হয় বলে স্থানীয় সিনেটর খলিফা আহমেদ জান্না শুক্রবার সাংবাদিকদের জানান।



প্রত্যক্ষদর্শীরা বলেন, এর আগেও গত রোববার বিকেলে গ্রামটিতে হামলা চালিয়ে ছয়জন লোককে হত্যা করেছিল বোকো হারামের যোদ্ধারা।

তারা জানান, এই শতাধিক নারী ও বালককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকে তুলে নিয়ে যায় জঙ্গিরা।

তবে, তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।

এর আগে, চলতি বছরের এপ্রিলেই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে বিশ্ব সম্প্রদায়ের তুমুল সমালোচনার শিকার হয় বোকো হারাম।

মাঝে কয়েকমাস তাদের কর্মকাণ্ড অনেকটা শিথিল থাকলেও শুক্রবার নতুন করে এ অপহরণের খবর এলো।

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, ‍আগস্ট ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।