ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এমএইচ৩৭০

টাকা তোলার ঘটনায় এইচএসবিসি কর্মকর্তা আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪
টাকা তোলার ঘটনায় এইচএসবিসি কর্মকর্তা আটক

ঢাকা: নিখোঁজ মালয়েশীয় উড়োজাহ‍াজ এমএইচ৩৭০ চার যাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের ঘটনায় জড়িত সন্দেহে এইচএসবিসি ব্যাংকের এক ন‍ারী কর্মকর্তা ও তার স্বামীকে আটক করা হয়েছে।

এছাড়া, অনলাইন লেনেদেনের মাধ্যমে টাকার কিছু অংশ নেওয়ার অভিযোগে পাকিস্ত‍ানি এক নাগরিককে খ‍ুঁজছে পুলিশ।



৩৩ বছর বয়সী ওই নারী দশ বছর ধরে ব্যাংকটিতে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কুয়ালালামপুর জেলা পুলিশ প্রধান জাইনুদ্দিন আহমেদ জানান, নিখোঁজ পাকিস্তানি ওই নাগরিক মালয়েশিয়াই রয়েছেন। ওই নারী কর্মকর্তা ও তার স্বামীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এ পুলিশ কর্মকর্তা।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি ব্যাংক থেকে গত ১৮ জুলাই নিখোঁজ উড়োজাহাজের চার যাত্রীর ব্যাংক ‍অ্যাকাউন্ট থেকে মোট ২০ হাজার ৯১৬ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ ৬০ হাজার ৯১২ টাকা তোলা হয়েছে।

তুলে নেওয়ার আগে তিন যাত্রীর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে চতুর্থ যাত্রীর অ্যাকাউন্টে রাখা হয়। এটিএম বুথের মাধ্যমে চতুর্থ যাত্রীর অ্যাকাউন্ট থেকে এ টাকা তোলা হয়।

এদিকে, নিখোঁজ উড়োজাহাজটির সন্ধানে ভারত মহাসাগরের ৬০ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

**এমএইচ৩৭০’র যাত্রীর অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন!

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।