ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ৫৩, নিখোঁজ ৭৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪
নেপালে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ৫৩, নিখোঁজ ৭৫

ঢাকা: নেপালে হঠাৎ বন্যা ও ভূমিধসে বুধবার থেকে শনিবার পর্যন্ত মোট ৫৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

এ ছাড়া এতে নিখোঁজ হয়েছেন ৭৫ জন ও ৩৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার নেপাল সরকার এ তথ্য জানায়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, বুধবার মৌসুমী প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে করে পাহাড়ি অঞ্চলে এখন পর্যন্ত ৫৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া ৭৫ জন নিখোঁজ ও ৩৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

নিখোঁজদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র পূণ্য ধাকাল জানান, নিখোঁজরা ভূমিধসে মাটি চাপা পড়ে আছেন নাকি বন্যায় ভেসে গেছেন, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

ওই মুখপাত্র আরো জানান, নেপালের ৭৫টি প্রশাসনিক জেলার মধ্যে ২৫ ভাগের বেশি জেলা বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে।

এ ছাড়া দুইশটি বাড়ি বিধ্বস্ত ও শত শত বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত মোট তিন হাজার পাঁচশ মানুষকে উদ্ধার করা হয়েছে।

এদিকে, এ মাসের প্রথম দিকে নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে ভূমিধসে একশ ৫৬ জন গ্রামবাসী মাটির নিচে চাপা পড়ে মারা যান।

অপরদিকে, ব্রিটিশ ক্লাইমেট কনসালট্যান্সি ‘মেপলক্রোফট’ ২০১০ সালে জানায়, গত ৩০ বছর ধরে জলবায়ু পরিবর্তনের কারণে নেপালসহ বাংলাদেশ, ভারত, মাদাগাস্কার ও মোজাম্বিকে অতিরিক্ত বন্যা, ভূমিধস, খরার মতো প্রাকৃতিক দুর্ঘটনা ঘটেই চলেছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।