ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় পালিয়ে গেলেন আইএস প্রধান বাগদাদী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪
সিরিয়ায় পালিয়ে গেলেন আইএস প্রধান বাগদাদী! ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাক থেকে সিরিয়া পালিয়ে গেছেন দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) জঙ্গি প্রধান আবু বকর আল-বাগদাদী।

আকাশপথে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত সামরিক জেটের হামলায় প্রাণ বাঁচাতে তিনি সিরিয়ায় পালিয়ে গেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।



এ বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ঊর্ধ্বতন এক কুর্দিশ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, আল-বাগদাদী গত ১০ আগস্ট গাড়িবহরসহ ইরাক থেকে সিরিয়ায় পালিয়ে যেতে সক্ষম হন।

কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির এক মুখপাত্র সাঈদ জানি ‘ওয়ার্ল্ড ট্রিবিউন’-কে বলেন, আমাদের গোয়েন্দা তথ্যমতে, আবু বকর আল-বাগদাদী ৩০টি হ্যামার গাড়ি বহরে করে সিরিয়া পালিয়ে গেছেন। বাগদাদীর ধারণা, তাকে লক্ষ করে আকাশপথে মার্কিন সামরিক জেট থেকে হামলা করা হবে।

তবে এ খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।

এদিকে, মার্কিনি সংবাদমাধ্যম ওয়ার্ল্ডপোস্টের ফটোসাংবাদিক জেমস ফয়েলের শিরশ্চ্ছেদ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র আইএস জঙ্গিদের বিরুদ্ধে হামলা আরো জোরদার করা হবে বলে ঘোষণা দেয়।

অপরদিকে, কুর্দিশ কর্মকর্তার সন্দেহ, সম্প্রতি, আকাশপথে মার্কিনি হামলায় আইএসআইএসের শীর্ষ পর্যায়ের কয়েকজন কমান্ডার নিহত হওয়ার কারণে আল-বাগদাদী ইরাক ছেড়ে পালিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।