ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে গোয়েন্দা সদর দফতরে আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪
বাগদাদে গোয়েন্দা সদর দফতরে আত্মঘাতী হামলা

ঢাকা: বাগদাদে গোয়েন্দা সদর দফতরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। পুলিশ ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে ।



সংবাদমাধ্যম জানায়, দুষ্কৃতকারীরা একটি গাড়িতে চড়ে বাগদাদে গোয়েন্দা সদর অধিদফতরে আত্মঘাতী বোমা হামলা চালালে এ প্রাণহানির ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া ‍যায়নি।

এর আগে শুক্রবার ইরাকের পূর্বাঞ্চলের দিয়ালা প্রদেশে একটি মসজিদে সশস্ত্র জঙ্গিদের হামলায় ৭৩ জন নিহত হন। এ সময় আহত হন আরও শতাধিক মানুষ।

সম্প্রতি একটি অনুষ্ঠানে বোমা হামলায় কয়েকজন শিয়াপন্থি মারা যাওয়ার জবাবে এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।