ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যুতে সংলাপের আহবান পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪
ইউক্রেন ইস্যুতে সংলাপের আহবান পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ঢাকা: পূর্ব ইউক্রেনের ভবিষ্যত নির্ধারণের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনার আহবান জানিয়েছেন।

এই প্রথমবারের মতো তিনি এ অঞ্চলে পৃথক রাষ্ট্রের কথা বিবেচনা করতে বলেছেন।



রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে পুতিন বলেন, পূর্ব-পশ্চিম ইউক্রেনের মানুষের জীবনের নিরাপত্তা ও আইনের বাস্তবায়ন করতে সামাজিক রাজনৈতিক সংগঠন ও পৃথক রাষ্ট্রর প্রয়োজন। আর এ জন্য যত দ্রুত সম্ভব স্বতন্ত্র্য আলোচনায় বসা জরুরী।

এর আগে রাশিয়া ইউক্রেনে বসবাসরত রুশ ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য বিকেন্দ্রীকরণ ফেডারেল সিস্টেমের অধীনে বৃহত্তর স্বার্থের কথা বলেছিলেন। এবার আলাদা রাষ্ট্রের কথা বললেন।

টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে পুতিন রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের নতুন অবরোধ আরোপের বিষয়ে কোনো কথা বলেননি।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।