ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করাচিতে বন্দুকধারীদের গুলিতে ২ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৪
করাচিতে বন্দুকধারীদের গুলিতে ২ পুলিশ সদস্য নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের করাচির মালির শহরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার সকালে তারা নিহত হন।



দেশটির সংবাদ মাধ্যম বলছে, নিহত ওই দুই পুলিশ কর্মকর্তা মালি শহরের বাকরা মান্দি এলাকায় দায়িত্ব পালনকালে বন্দুকধারীরা তাদেরকে লক্ষ্য করে গুলি করে।

আক্রমণের পরপরই উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে যায়।

এরপর গুলিবিদ্ধ দুই পুলিশকে জিন্নাহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এ নিয়ে পাকিস্তানে চলতি বছরে পুলিশ সদস্য নিহতের সংখ্যা ১২৭ জনে দাঁড়াল।

বাংলাদেশ সময়: ১৪০৬, সেপ্টেম্বর ০১, ২০১৪









বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।