ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিমানবন্দরের নিয়ন্ত্রণ হারালো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৪
বিমানবন্দরের নিয়ন্ত্রণ হারালো ইউক্রেন ছবি : সংগৃহীত

ঢাকা: ইউক্রেন সরকার লুহানস্ক বিমানবন্দরের দখল হারিয়েছে। রাতভর রাশিয়া সমর্থিত বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের পর সেখান থেকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ইউক্রেন সরকার।



ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, রাশিয়ার ট্যাংক থেকে ইউক্রেন বাহিনীর হামলা হয়েছে।

এরমধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বেলারুসের রাজধানীতে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন। বৈঠকের প্রাক্কালে সের্গেই লেভরব যুদ্ধবিরতির এ আহবান জানিয়েছেন।

তিনি জানান, তাৎক্ষণিক শান্তিচুক্তিই তাদের প্রধান লক্ষ্য।

গত এপ্রিলে পূর্ব ইউক্রেনের দখল নিয়ে সংঘর্ষে এ পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ২০৪৯, সেপ্টেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।