ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরান ও কাদরির নামে মামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৪
ইমরান ও কাদরির নামে মামলা ইমরান খান ও তাহিরুল কাদরি

ঢাকা: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) প্রধান তাহিরুল কাদরির বিরুদ্ধে মামলা করেছে দেশটির সরকার।
   
গত শনিবার রাতে এ দুই দলের সমর্থকদের পার্লামেন্ট ভবন আক্রমণ করতে উৎসাহ দেওয়া তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।



দেশটির সচিবালয় থানায় এ মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় পিটিআই’র ভাইচ চেয়ারম্যান শাহ মোহাম্মদ কোরেশীসহ একাধিক নেতাকে আসামী করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।