ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান সংসদে ‘জরুরি’ অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৪
পাকিস্তান সংসদে ‘জরুরি’ অধিবেশন শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের চলমান সংকট উত্তোরণের উপায় খুঁজতে সংসদের ‘জরুরি’ অধিবেশন শুরু হয়েছে। যা আগামী এক সপ্তাহ স্থায়ী হবে।



মঙ্গলবার পাকিস্তান সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সমন্বয়ে এ যৌথ অধিবেশন শুরু হয়।

সংসদের স্পিকার এনএ আয়াজ সাদিক এবং সিনেট চেয়ারম্যান নায়ার বুখারির সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পরামর্শে দেশটির রাষ্ট্রপতি মামনুন হোসেন সংসদের এ জরুরী যৌথ অধিবেশন শুরুর নির্দেশ দেন। অধিবেশনে নওয়াজ শরীফ উপস্থিত আছেন।

এ উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী দলীয় নেতা সাইদ খুরশিদ শাহ এবং সিনেটের বিরোধী নেতা আতজাজ আহসানের সাথে পরামর্শ করেছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।