ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে ২ ট্রেন লাইনচ্যুত, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
মধ্যপ্রদেশে ২ ট্রেন লাইনচ্যুত, নিহত ১৬

ঢাকা: ভারতের মধ্যপ্রদেশের হারদা এলাকায় কামায়ানি এক্সপ্রেস ও জনতা এক্সপ্রেস নামে দুটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৬ যাত্রী নিহত হয়েছেন।

মুম্বাই থেকে বারানসিগামী কামায়ানি এক্সপ্রেসের ৭টি বগি এবং জাবালপুর থেকে মুম্বাইগামী জনতা এক্সপ্রেসের ৩টি বগি মাচক নদীতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।



এ ঘটনায় এখন পর্যন্ত ৩শ’ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) দিনগত রাতে মধ্যপ্রদেশের কুদাওয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমে প্রকাশ।

সংবাদমাধ্যম জানায়, স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকারী দলের সঙ্গে দেশটির সেনাবাহিনীর একটি দল উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। ক’দিনের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একটি ব্রিজ ভেঙে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫/ আপডেট: ০৮০৪ ঘণ্টা
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।