ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ধেয়ে যাচ্ছে বছরের শক্তিশালী টাইফুন ‘সুদেলর’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
জাপানে ধেয়ে যাচ্ছে বছরের শক্তিশালী টাইফুন ‘সুদেলর’

ঢাকা: প্রশান্ত মহাসাগরে উৎপন্ন বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘সুদেলর’ জাপানের দিকে ধেয়ে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (০৬ আগস্ট) নাগাদ এটি জাপানের দক্ষিণে আঘাত হানবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।



ক্যাটাগরি ৫ টাইফুনটি শুধু জাপানেই নয়, আঘাত হানবে চীন ও তাইওয়ানে। এর তাণ্ডব থেকে বাদ পড়বেনা ছোট ছোট দ্বীপগুলো।

রোববার (০২ আগস্ট ) উত্তরাঞ্চলীয় মারিয়া আইল্যান্ডে আঘাত হানার পর গত সোমবার (০৩ আগস্ট) থেকে এটি শক্তিশালী হতে থাকে। এ সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ মাইল।

তবে জাপানে আঘাতের সময় সুপার টাইফুন খ্যাত ‘সুদেলর’র বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২০ মাইল হবে বলে জানিয়েছে টাইফুন ওয়ার্নিং সেন্টার।

এর আগে গত ৬ মার্চ ভানুয়াতুতে সাইক্লোন ‘পাম’র আঘাতে ১৫ জনের প্রাণহানির খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। যা ছিল এখন পর্যন্ত বছরের শক্তিশালী ঝড়।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।