ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২ বিএসএফ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২ বিএসএফ সদস্য নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত-পাকিস্তান সীমান্তের কাশ্মীরে সন্ত্রাসী হামলায় দুইজন বিএসএফ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরো পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।



তবে পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে।

বুধবার সৈন্যবাহী একটি গাড়ি বহর লক্ষ করে হামলা চালানো হয়। এ ঘটনার পর সেখানে অতিরিক্ত সৈন্য মোতায়েন করাসহ ওই মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, বিএসএফবাহী একটি গাড়ি জম্মু সীমান্তের সামরুলি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হামলা চালানো হয়। এলাকাটি উধমপুর থেকে ১০ কিলোমিটার দূরে।

এ বিষয়ে জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ টুইট বার্তায় জানিয়েছেন, অনেকদিন পর এই মহাসড়কে হামলা চালানো হয়েছে।

তবে হামলাকারী এবং হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫/আপডেট: ১১৩৫ ঘণ্টা
এবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।