ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানে সুদেলরের আঘাত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
তাইওয়ানে সুদেলরের আঘাত, নিহত ৪ ছবি: সংগৃহীত

ঢাকা: প্রশান্ত মহাসাগরে উৎপন্ন সুপার টাইফুন ‘সুদেলর’ তাইওয়ানে আঘাত হেনেছে। এর আঘাতে এখন পর্যন্ত চারজনের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। নিখোঁজ রয়েছেন একজন।

শুক্রবার (০৭ আগস্ট) স্থানীয় সময় রাত ৪টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় ২টা ৪০ মিনিট) এটি তাইওয়ানের উপকূলীয় হুয়ালিনে আঘাত হানে। এ সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৩ থেকে সর্বোচ্চ ২০৯ কিলোমিটার, যা ক্যাটাগরি ৩ হারিকেনে পরিণত হয়।

শনিবার (০৮ আগস্ট) দিনের শেষে এটি তাইওয়ান ত্যাগ করার পূর্বে আরো তাণ্ডব চালাবে বলে জানিয়েছে দেশটির সেন্ট্রাল ওয়েদার ব্যুরো।

‌এর আঘাতে দেশটির বিভিন্ন এলাকায় গাছপালা, ট্রাফিক সিগন্যাল, সাইনবোর্ড উপড়ে পড়ে থাকতে দেখা গেছে। বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকার বিদ্যুৎ ব্যবস্থা।

এদিকে, জনগণের নিরাপত্তায় দুর্যোগপূর্ণ এলাকায় ৩৫ হাজার সামরিক সদস্যকে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত সোমবার (০৩ আগস্ট) থেকে শক্তি বাড়াতে থাকে এটি। প্রাথমিকভাবে ‘সুদেলর’র গতিপথ জাপান বলা হলেও বুধবার (০৫ আগস্ট) এর চোখ পরিবর্তন হয়ে তাইওয়ানের দিকে মোড় নেয়।

এটিই এখন বছরের শক্তিশালী ঝড়। এর আগে গত ৬ মার্চ ভানুয়াতুতে সাইক্লোন ‘পাম’র আঘাতে ১৫ জনের প্রাণহানি হয়। যা ছিল বছরের শক্তিশালী ঝড়।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।