ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাক গোয়েন্দাদের হ্যাকিং ছকের খবরে সতর্ক ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
পাক গোয়েন্দাদের হ্যাকিং ছকের খবরে সতর্ক ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ দফতরের কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করার ছক কষছে বলে সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (৮ ‍আগস্ট) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সতর্কতা জারি করা হয়।

সতর্কবার্তায় অনলাইন ও কম্পিউটারে থাকা রাষ্ট্রের সংবেদনশীল এবং শ্রেণীবদ্ধ তথ্য সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলা হয়।

সতর্কবার্তায় হুঁশিয়ারি দেওয়া হয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্নভাবে কম্পিউটার নেটওয়ার্ক ভাঙতে চাইবে। এজন্য তারা বিভিন্নভাবে বিভ্রান্তও করতে চাইবে। সর্বাবস্থায় সতর্ক থাকতে হবে।

ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) দু’পক্ষের মধ্যে গোলাগুলি ও উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে এবং নয়াদিল্লিতে দু’দেশের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাদের মধ্যে  বৈঠকের আগে এ সতর্কতা জারি করা হলো।

গোয়েন্দাদের পক্ষ থেকে সতর্কতা পেয়ে ভারত সরকারের দেওয়া এ নির্দেশনার জবাবে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।