ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মিরে অনুপ্রবেশকারীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
জম্মু ও কাশ্মিরে অনুপ্রবেশকারীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনা নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের জম্মু ও কাশ্মিরের তংধরে অনুপ্রবেশকারী একটি দলের সঙ্গে বন্দুক যুদ্ধে দেশটির এক সেনা সদস্য নিহত এবং এ দুই সেনা সদস্য আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) ভারতীয় এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ সংবাদ প্রকাশ করে।



সংবাদমাধ্যম জানায়, কুপারা জেলার তংধরে লাইন অব কন্ট্রোলের নিকটবর্তী এলাকায় শনিবার দিনগত রাতে অনুপ্রবেশকারী দলটির সঙ্গে সেনা সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। রাতব্যাপী এ সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

ওই সেনা কর্মকর্তা জানান, শনিবার কুপারার রাগনি পোস্ট ও টয়া এলাকায় প্রথম এ সংঘর্ষের সূত্রপাত হয়। রোববার সকাল পর্যন্তও এ বন্দুকযুদ্ধ চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫/ আপডেট: ১০৪৫ ঘণ্টা
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।