ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইস্তাম্বুলে থানায় বোমা হামলা, আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
ইস্তাম্বুলে থানায় বোমা হামলা, আহত ৭ ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের ইস্তাম্বুলে একটি থানায় বোমা হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন।

এর মধ্যে আহত এক পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।



সোমবার (১০ আগস্ট) ভোরে ইস্তাম্বুলের সুলতানবেইলি এলাকার একটি থানায় এ হামলার ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমে প্রকাশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, থানার তিনতলা ভবনকে লক্ষ্য করেই এ বোমা হামলা করা হয়। হামলার পর ভবনটির একটি অংশ বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। এ বোমা বিস্ফোরণে পাশ্ববর্তী কয়েকটি ভবন ও রাস্তায় রাখা ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি বলে জানিয়েছে ইস্তাম্বুল প্রশাসন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।