ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, বেঁচে গেলেন পাইলট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, বেঁচে গেলেন পাইলট

ঢাকা: যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান জার্মানির দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। তবে প্যারাসুটের সাহায্যে নিরাপদে নেমে যাওয়ায় পাইলট জীবিত আছেন বলে জানিয়েছে জার্মান পুলিশ।



মঙ্গলবার (১১ আগস্ট) জার্মানির ব্যাভারিয়া রাজ্যের বের‌্যুথ শহরে মার্কিন যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে সংবাদমাধ্যমে প্রকাশ।

স্থানীয় পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, এ ঘটনায় ওই যুদ্ধবিমানের পাইলট সামান্য আহত হয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি।

বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি উদ্ধার করে জার্মানির স্পাংদাহেমে অবস্থিত মার্কিন বিমানবাহিনীর বেসক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।