ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে বিস্ফোরণে নিহত ১৩, আহত ৩ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
চীনে বিস্ফোরণে নিহত ১৩, আহত ৩ শতাধিক ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের উত্তরাঞ্চলের বাণিজ্যিক শহর তিয়ানজিনে বড় ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৩ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



বিস্ফোরণের ঘটনায় তিন শতাধিক লোক আহত হয়েছেন বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরকের একটি চালান খালাস করার সময় এ ঘটনা ঘটে।

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি থেকে দেখা যায়, বিস্ফোরণে সৃষ্ট আগুনের শিখা আকাশ আলোকিত হয়ে গেছে। এ সময় কাছাকাছি অবস্থিত অনেক ভবনের ক্ষতি হয়েছে।

সিনহুয়া জানায়, বিস্ফোরণের ঘটনা এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে, দুই জন দমকল কর্মী নিখোঁজ রয়েছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, বিস্ফোরক স্থানের পার্শ্ববর্তী বেশ কিছু ভবন বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে।



বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫/আপডেটেড: ০২৪০
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।