ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ পূণ্যার্থী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
ভারতের ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ পূণ্যার্থী

ঢাকা: ভারতের ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় ১৩ জন পূণ্যার্থী নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন নারী।



এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন।

শুক্রবার সকালে জামশেদপুর থেকে ৪০ কিলোমিটার দূরে এ ৩৩ নম্বর মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, একটি পিকআপ ভ্যানে করে পুরী থেকে তীর্থ করে বাড়ি ফেরার সময় চৌকা নামে একটি এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনার পর সেরাইকেলা-খারসন জেলার পুলিশ সুপার ইন্দ্রজিৎ মাহাথা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদমাধ্যম জানাচ্ছে, ১১ জন পূণ্যার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান।

আহতদের স্থানীয় এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের সবার বাড়ি বিহারের সিভানের অন্দ্রবাজারে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।