ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আগুন থেকে বাঁচতে সমুদ্রে লাফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
আগুন থেকে বাঁচতে সমুদ্রে লাফ ছবি : সংগৃহীত

ঢাকা: শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় সকালে ফিলিপাইনের একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে যায়। এতে দুই তলা বিশিষ্ট ফেরির ওপরের তলার যাত্রীরা আটকা পড়ে।

আতঙ্কিত যাত্রীরা যে যেভাবে পারছে প্রাণ বাঁচাচ্ছে। এরই মধ্যে কিছু যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ফেরির ওপর থেকে সমুদ্রে লাফ দেয়। ফটোগ্রাফারের তোলা তেমনই কিছু ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পায়।

ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়, আগুন লাগার সময় জাহাজটি ওরমোক শহরের লেইটে দ্বীপে নোঙ্গর গেড়েছিল। ঘন কালো ধোঁয়ায় জাহাজের ভেতর অনেকেই আটকা পড়লেও শেষ পর্যন্ত সবাইকে বের করে আনা সম্ভব হয়।

তবে আগুনে এমভি ওয়ান্ডারল্যান্ড স্টারস নামের ওই জাহাজের দুই ক্রু সামান্য আহত হন।

গত মাসে এই ওরমোক বন্দরেই একটি ফেরি ডুবিতে কমপক্ষে ৬০ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।