ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে জার্মান নারী অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
কাবুলে জার্মান নারী অপহৃত

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে এক জার্মান নারী অপহৃত হয়েছেন।

দেশটির পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে সোমবার (১৭ আগস্ট) সংবাদমাধ্যম এ তথ্য জানায়।



গুল আগা রুহানি নামে পুলিশের ওই মুখপাত্র জানান, দু’জন বন্দুকধারী সোমবার ভোরে ওই নারীর গাড়ি থামিয়ে তাকে অপহরণ করে। এখনও অপহৃত নারীর নাম জানা যায়নি। তবে তিনি জার্মান গভর্নমেন্ট এইড এজেন্সিতে (জিআইজেড) কর্মরত বলে জানা গেছে।

এ ঘটনায় আফগানিস্তানে অবস্থিত জার্মান দূতাবাস ও জিআইজেড দফতর এখনও কোনো বিবৃতি দেয়নি।

চলতি বছরের মে মাসে দেশটিতে ছয় সপ্তাহ অপহৃত থাকার পর এক জার্মান ত্রাণকর্মী উদ্ধার হন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।