ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৬৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন যৌথবাহিনীর বিমান হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।



শুক্রবার (২১ আগস্ট) ইয়েমেনের তাইজ শহরে বিমান হামলার ঘটনাগুলো ঘটে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, হতাহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু।

তিয়াজ শহরে হুথি বিদ্রোহী ও সাবেক ইয়েমেনী প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহের অনুগত বাহিনীর সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির অনুগত বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন যৌথবাহিনীর লড়াই চলছে।

শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের দমনে ও ইয়েমেন থেকে বহিষ্কৃত প্রেসিডেন্ট মনসুর হাদির সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চলতি বছর মার্চ থেকে দেশটিতে সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথবাহিনী অভিযান শুরু করে।

জাতিসংঘ জানিয়েছে, চলমান দ্বন্দ্বে অন্তত ৪ হাজার ইয়েমেনীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে অর্ধেকেরও বেশি বেসামরিক মানুষ।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।