ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সীমান্তে মুখোমুখি দুই কোরিয়ার শীর্ষ কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
সীমান্তে মুখোমুখি দুই কোরিয়ার শীর্ষ কর্মকর্তারা

ঢাকা: সীমান্তবর্তী ‘যুদ্ধবিরতি গ্রাম’ বলে পরিচিত পানমুনজন-এ আলোচনায় বসছেন দুই কোরিয়ার শীর্ষ কর্মকর্তারা।

শনিবার (২২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



সিউলভিত্তিক সংবাদসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সম্মুখ যুদ্ধ এড়াতে দক্ষিণ ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃত্ব আলোচনায় রাজি হয়েছেন। এতে দক্ষিণ কোরিয়ার পক্ষে নেতৃত্ব দেবেন একত্রীকরণ বিষয়ক মন্ত্রী হং ইয়ং-পিও ও জাতীয় নিরাপত্তা অধিদফতরের প্রধান কিম কুয়ান-জিন। আর উত্তর কোরিয়ার পক্ষে নেতৃত্ব দেবেন শীর্ষ সেনা রাজনৈতিক কর্মকর্তা হুয়াং পিয়ং-সো ও ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি কিম ইয়ং-গন।

হুয়াং পিয়ং-সো কিম জং-উনের পর উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ ব্যক্তিত্ব ও কিম ইয়ং-গন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক বিষয়ক বিভাগের প্রধান বলে পরিচিত।

এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতিসংঘের সেনা কমান্ড (ইউএনসি) কোরীয় উপদ্বীপের বিবাদমান দুই অংশকে আলোচনায় বসার প্রস্তাব করে। ধারণা করা হচ্ছে, এ প্রস্তাবে সাড়া দিয়েই আলোচনায় বসছে সিউল ও পিয়ংইয়ং।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫/আপডেট: ১৪৩৭ ঘণ্টা
আরএইচ

** উ. কোরিয়াকে দ. কোরিয়ার পাল্টা হুমকি
** সেনাবাহিনীকে যুদ্ধপ্রস্তুতির নির্দেশ কিম জং-উনের
** সীমান্তে শেল হামলা চালিয়েছে উ. কোরিয়া
** সিউলকে ‘আগুনের সাগরে’ পরিণত করার হুমকি উ. কোরিয়ার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।