ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সহিংসতায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সহিংসতায় নিহত ১০ ছবি: সংগৃহীত

ঢাকা: সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সহিংসতায় ১০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) আফ্রিকান সংবাদমাধ্যমগুলো জানায়, এক কিশোরের শিরোশ্ছেদের ঘটনায় এ সহিংসতার সূত্রপাত হয়।



সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, খ্রিষ্টান মিলিশিয়া সংগঠন ‘অ্যান্টি-বালাকা’ ওই মুসলিম কিশোরের শিরোশ্ছেদ করে। এতে উত্তেজিত হয়ে দেশটির কিছু সংখ্যক মুসলিম জনতা সংগঠনটির ওপর হামলা চালায়।

খবরে জানানো হয়, ২০১৩ সালে মুসলিম সেলেকা ফ্যাকশন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ক্ষমতা নিলে সেখানে সহিংসতার সূচনা ঘটে। খ্রিষ্টানদের ‘অ্যান্টি-বালাকা’ মুসলিমদের দক্ষিণে সরে যেতে বাধ্য করছে। আর খ্রিষ্টানদের প্রতিহত করছে সেলেকা ফ্যাকশন।

চলমান সহিংসতার ব্যাপারে সেলেকা ফ্যাকশনের মুখপাত্র ক্যাপ্টেন আহমাত নেজাদ সংবাদমাধ্যমকে বলেন, দুই তরুণ মুসলিম অ্যান্টি-বালাকার হাতে হতাহত হয়েছে। একজনের শিরোশ্ছেদ করা হয়েছে, অপরজনকে নির্যাতন করে গুরুতর আহত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।