ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যোগাযোগ রক্ষায় সম্মত দুই কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
যোগাযোগ রক্ষায় সম্মত দুই কোরিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: পরিস্থিতির ব্যাপারে যোগাযোগ রক্ষায় সম্মত হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। সীমান্তবর্তী ‘যুদ্ধবিরতি গ্রাম’ বলে পরিচিত পানমুনজন-এ দ্বিপাক্ষিক আলোচনার পর এ ব্যাপারে সম্মত হন উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা।



শনিবার (২২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) পানমুনজন-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সিউলভিত্তিক সংবাদসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, আলোচনায় দক্ষিণ কোরিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির একত্রীকরণ বিষয়ক মন্ত্রী হং ইয়ং-পিও ও জাতীয় নিরাপত্তা অধিদফতরের প্রধান কিম কুয়ান-জিন। আর উত্তর কোরিয়ার পক্ষে নেতৃত্ব দেন শীর্ষ সেনা রাজনৈতিক কর্মকর্তা হুয়াং পিয়ং-সো ও ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি কিম ইয়ং-গন।

হুয়াং পিয়ং-সো কিম জং-উনের পর উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ ব্যক্তিত্ব ও কিম ইয়ং-গন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক বিষয়ক বিভাগের প্রধান বলে পরিচিত।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা অধিদফতরের একজন উপদেষ্টা কিম কিওউ-হিউন এক টেলিভিশন বক্তৃতায় বলেন, চলমান পরিস্থিতিতে দক্ষিণ ও উত্তর কোরিয়া যোগাযোগ রক্ষার ব্যাপারে সম্মত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
আরএইচ

** সীমান্তে মুখোমুখি দুই কোরিয়ার শীর্ষ কর্মকর্তারা
** উ. কোরিয়াকে দ. কোরিয়ার পাল্টা হুমকি
** সীমান্তে শেল হামলা চালিয়েছে উ. কোরিয়া
** সেনাবাহিনীকে যুদ্ধপ্রস্তুতির নির্দেশ কিম জং-উনের
** সিউলকে ‘আগুনের সাগরে’ পরিণত করার হুমকি উ. কোরিয়ার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।