ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুই হাজার বছরের পুরানো মন্দির ধ্বংস করলো আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
দুই হাজার বছরের পুরানো মন্দির ধ্বংস করলো আইএস ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার পালমিরায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খ্যাত দুই হাজার বছরের পুরোনো মন্দির বাল-সামিনকে ধ্বংস করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।

সোমবার সিরীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের প্রধান মামুন আব্দুল করিম সংবাদমাধ্যমকে জানান, রোববার বিপুল পরিমাণ বিস্ফোরক দিয়ে এ মন্দিরটি উড়িয়ে দেয় আইএস।

চলতি বছরের মে মাসে পালমিরা দখল করে নেয় আইএস জঙ্গিরা। আর তখন থেকেই স্থানীয় পুরাতাত্ত্বিক নিদশর্ন সমূহের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন সংশ্লিষ্টরা।

পুরাতত্ত্ববিদদের মতে, ঝড় ও বৃষ্টির দেবতার আরাধনায় রোমান সম্রাট হাদ্রিয়ানের আমলে বাল-সামিন মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ঐতিহাসিক এ স্থাপনাটি ‘পার্ল অব ডেজার্ট’ হিসেবেও পরিচিত ছিল।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এসইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।