ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে আইএসের হামলায় দুই জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
ইরাকে আইএসের হামলায় দুই জেনারেল নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় দুই সেনা জেনারেল নিহত হয়েছেন। বাগদাদের পশ্চিমে আনবার প্রদেশে তারা আইএস বিরোধী অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন।



বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে বলে ইরাকি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদে বলা হয়, আনবারের রাজধানী রামাদির উত্তরে অগ্রবর্তী সেনাদলের মধ্যে আইএসের আত্মঘাতী হামলাকারী গাড়ি নিয়ে ঢুকে পড়ে। এরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই দুই জেনারেলের মৃত্যু হয়। এছাড়া হতাহত হন আরও বেশ কয়েকজন সেনাসদস্য।

ইরাকি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত দুই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার একজন মেজর জেনারেল আব্দুল-রহমান আবু-রেগিফ ও অপরজন ব্রিগেডিয়ার জেনারেল সেফিন আব্দুল-মাগুইদ।

মেজর জেনারেল আব্দুল-রহমান আবু-রেগিফ আনবার অভিযানে সেনাদলের উপপ্রধান ও বিগ্রেডিয়ার জেনারেল সেফিন আব্দুল-মাগুইদ ১০ম আর্মি ডিভিশনের কমান্ডার ছিলেন বলে জানানো হয় বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫/আপডেট: ১৪৩১ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।