ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিসে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
গ্রিসে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম ঘোষণা

ঢাকা: গ্রিসে আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে ভাসসিলিকি থানাউ এর নাম ঘোষণা করা হয়েছে। থানাউ দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের একজন বিচারক।



বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। শুক্রবার (২৮ আগস্ট) তত্ত্বাবধায়ক সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে।

চূড়ান্তভাবে কোয়ালিশন বা রাজনৈতিক জোট থেকে নেতা নির্বাচন করতে ব্যর্থ হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম ঘোষণা করেন।

গ্রিসের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী থানাউ বৃহস্পতিবার আরো পরের দিকে শপথ নেবেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।