ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাহরাইনে বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
বাহরাইনে বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: বাহরাইনে বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও চার পুলিশসহ অন্তত সাতজন আহত হয়েছেন।



শুক্রবার (২৮ আগস্ট) দিনগত রাতে রাজধানী মানামার শিয়া অধ্যুষিত কারানাহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দেশটির তথ্যমন্ত্রী ঈসা আব্দুলরহমান আল-হামাদি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আহত পুলিশ সদস্যদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এর আগে গত জুলাই মাসেও এক বোমা হামলায় মানামার দক্ষিণে সিত্রা এলাকায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।

সেসময় ওই এলাকা থেকে পাঁচ সন্দেহভাজনকে আটক করার পর পুলিশ প্রধান মেজর জেনারেল তারিক আল-হাসান বলেছিলেন, হামলাকারীরা ইরানের রেভোল্যুশনারি গার্ড ও লেবাননের শিয়া হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট।

একই মাসে ইরান থেকে অস্ত্র চোরাচালানের এক প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়ারও ঘোষণা দেয় বাহরাইন কর্তৃপক্ষ।

তথ্যমন্ত্রী ঈসা আব্দুলরহমান আল-হামাদি বলেছেন, শুক্রবার কারানাহ এলাকায় হামলায় ব্যবহৃত বিস্ফোরক পদার্থ গত জুলাইয়ে আটক বিস্ফোরক পদার্থের সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ।

২০১১ সালে আরব বসন্তের পর থেকেই বাহরাইনে অস্থিরতা বিজার করছে। শিয়া ও সুন্নি মুসলিমদের একটা বড় অংশ দেশটিতে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার দাবি করে আসছে ওই সময় থেকে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।