ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পর্তুগালে বন্দুকধারীর গুলিতে ২ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
পর্তুগালে বন্দুকধারীর গুলিতে ২ পুলিশ কর্মকর্তা নিহত

ঢাকা: পর্তুগালের রাজধানী লিসবন থেকে কিছুটা দূরে বন্দুকধারী এক ব্যক্তির গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

পুলিশ জানাচ্ছে, শনিবার লিসবন থেকে ৩০ কিলোমিটার দূরে কুইনটা দো কোনডি শহরে ৭৭ বছর বয়সী বন্দুকধারী এক ব্যক্তি গুলি ছুড়লে তারা নিহত হন।

এ ছাড়া আরো এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

সংবাদমাধ্যম বলছে, প্রতিবেশীর সঙ্গে বিরোধের জের ধরে ওই বন্দুকধারী গুলি ছোড়েন। এতে দুই পুলিশ সদস্য নিহত এবং অন্য এক ব্যক্তি গুরুতর আহত হন।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল জানায়, বন্দুকধারী ওই ব্যক্তির গুলিতে প্রথমে ২৫ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা নিহত হন। এরপর সাদা পোশাকধারী অন্য এক পুলিশ কর্মকর্তা ঘটনাটি তদন্তে গেলে তিনিও ওই বন্দুকধারীর গুলিতে নিহত হন।

এ ঘটনার পর বন্দুকধারী নিজে আত্মহত্যার চেষ্টা করলে আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।