ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চাদে বোকো হারামের ১০ সদস্যকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
চাদে বোকো হারামের ১০ সদস্যকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড ছবি: সংগৃহীত

ঢাকা: মধ্য আফ্রিকার দেশ চাদে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের ১০ সদস্যকে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

শনিবার দেশটির সরকার এ শাস্তি কার্যকর করে।



রোববার (৩০ আগস্ট) দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

চাদের রাজধানী এনজামেনা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বাঞ্চালে ম্যাসাগুয়েত ফায়ারিং রেঞ্জে তাদের গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে মোহাম্মদ মোস্তফা (৩০) ক্যামেরুনের নাগরিক; যিনি এনজামেনা সিরিজ বোমা হামলায় প্রধান হোতা হিসেবে অভিযুক্ত।

ওই হামলায় গত জুন-জুলাই মাসে ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলেও জানান দেশটির প্রেসিডেন্ট ইদ্রিস দেবে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
টিআই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।