ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে কমছে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
দিল্লিতে কমছে পেট্রোল-ডিজেলের দাম ছবি: সংগৃহীত

ঢাকা: দিল্লিতে কমছে পেট্রোল ও ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রোলের দাম কমছে ২ রুপি আর ডিজেলে কমছে ৫০ পয়সা।



সোমবার (৩১ আগস্ট) এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। সোমবার দিনগত মধ্যরাত থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে খবরে।

এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে লিটার প্রতি পড়বে ৬১ দশমিক ২০ রুপি (৭২ টাকা) আর ডিজেলের দাম হবে লিটার প্রতি ৪৪ দশমকি ৪৫ রুপি (৫২ টাকা)।

এক বিবৃতিতে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস প্রতিষ্ঠান ইন্ডিয়ানওয়েল জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোল ও ডিজেলের দর ও ডলারের বিপরীতে রুপির মান কমে যাওয়ায় নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।

সর্বশেষ গত ১ আগস্ট পেট্রোল ও ডিজেলে এক দফা দাম কমানো হয়। এর এক মাসের মাথায় ফের নতুন দাম নির্ধারণ করলো ইন্ডিয়ানওয়েল।

ভারতের অন্য রাজ্যগুলোয়ও পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে। রাজ্যগুলোর নিজস্ব কর ব্যবস্থার কারণে এ দরে পার্থক্য থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।