ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিসে আবাসিক ভবনে আগুন, নিহত আট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
প্যারিসে আবাসিক ভবনে আগুন, নিহত আট ছবি: সংগৃহীত

ঢাকা: প্যারিসের একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে অাটজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দু’টি শিশু।

স্থানীয় সময় বুধবার ভোরে প্যারিসের উত্তরাংশে অবস্থিত এইটটিন্থ ডিস্ট্রিক্টে এ আগুনের সূত্রপাত হয়।

আগুন নেভাতে সেখানে বর্তমানে কাজ করছেন শতাধিক অগ্নি নির্বাপক কর্মী। আহতদের মধ্যে চারজনের অবস্থা মারাত্মক বলে জানা গেছে। আগুনের উৎপত্তির কারণ এখনও জানা যায়। তবে এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বারনার্ড ক্যাজেনেভ।

ধারণা করা হচ্ছে, নিচতলায় আগুন ধরে যাওয়ার পর দ্রুত সিঁড়ি দিয়ে উপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে আক্রান্ত অনেকেই এ সময় জানালা দিয়ে লাফিয়ে পড়েন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।