ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেরু ভল্লুকে অবরুদ্ধ রুশ গবেষক দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
মেরু ভল্লুকে অবরুদ্ধ রুশ গবেষক দল ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়ার আর্কটিক অঞ্চলে গবেষণারত কয়েকজন বিজ্ঞানীকে তাদের নিজ ক্যাম্পে অবরুদ্ধ করে রেখেছে একদল মেরু ভল্লুক (পোলার বিয়ার)। বিশ্বের সবচেয়ে হিংস্র প্রাণী হিসেবে অভিহিত এই জন্তুগুলো রীতিমত পাহারা বসিয়েছে রাশিয়ার উত্তরাঞ্চলীয় দ্বীপ ভেইগাচের ওই বিজ্ঞানীদের ক্যাম্পের চারপাশে।



ভাল্লুকগুলোর ভয়ে বেশ কয়েকদিন ধরেই ক্যাম্প থেকে বের হতে পারছেন না ফয়দোরোভ আবহাওয়া স্টেশনে কর্মরত ওই গবেষকরা। ভাল্লুকগুলোকে তাড়িয়ে দিতে ওই গবেষকদের হাতে অাছে কেবল ফ্লেয়ার। তবে ফ্লেয়ারকেও থোড়াই কেয়ার করছে ভাল্লুকগুলো। ক্যাম্প থেকে সরার নাম নেই তাদের।

এ পরিস্থিতিতে মূল ভূখণ্ডে সাহায্য চেয়ে বার্তা পাঠিয়েছেন বিজ্ঞানীরা।

রাশিয়ার পুরো আর্কটিক অঞ্চলেই দেখা মেলে এই পোলার বিয়ারের। সাধারণত লোকালয় এড়িয়ে চললেও জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যসঙ্কট দেখা দিয়েছে আর্কটিক অঞ্চলে। এতে বিরূপ প্রভাব পড়েছে পোলার বিয়ারের খাদ্যশৃঙ্খলে। তাই খাবারের খোঁজে মাঝে মাঝেই মানববসতিতে হানা দিচ্ছে তারা।
 
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২,২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।