ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘জলবায়ু পরিবর্তন মানবজাতির জন্য মারাত্মক হুমকি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
‘জলবায়ু পরিবর্তন মানবজাতির জন্য মারাত্মক হুমকি’ ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মানবজাতির জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

শনিবার (২৮ নভেম্বর) মাল্টায় কমনওয়েলথ সম্মেলনে জলবায়ু পরিবর্তন ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।



নওয়াজ শরীফ বলেন, পৃথিবীর অন্যান্য প্রান্তের তুলনায় হিমালয় অঞ্চলের হিমবাহগুলো দ্রুত গলছে। জলবায়ু পরিবর্তনের কারণে ২০১০ ও ২০১১ সালে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেয়।

এ সময় তিনি এ সমস্যা মোকাবেলায় দ্রুত সর্বাধুনিক প্রযুক্তি ও কৌশল প্রয়োগের দাবি জানান ও অনুন্নত দেশগুলোকে সহায়তা দেওয়ার কথা বলেন।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজ দেশের অবস্থান তুলে ধরতে গিয়ে নওয়াজ বলেন, আমরা পরিবেশবান্ধন কৌশল অবলম্বন করছি।

এদিকে, পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (৩০ নভেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন নওয়াজ শরীফ। সেখানে তিনি তার দেশের সক্ষমতা ও দুর্বলতার বিষয়গুলো তুলে ধরবেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
টিআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।