ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্প কেন্দ্রস্থল ইম্ফলে নিহতের সংখ্যা বেড়ে ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
ভূমিকম্প কেন্দ্রস্থল ইম্ফলে নিহতের সংখ্যা বেড়ে ৪ ছবি: সংগৃহীত

ঢাকা: ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক।



পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ভূমিকম্পে ইম্ফল ও এর আশপাশের এলাকায় ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটেছে।

এছাড়া ইম্ফলের একটি জনপ্রিয় মার্কেটসহ বিভিন্ন ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কয়েকটি ভবনের কিছু অংশ ধসে পড়ার কথাও বলছে স্থানীয় সংবাদমাধ্যম।

সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৭ মিনিটে (বাংলাদেশ সময় ৫টা ৭ মিনিট) ভূমিকম্পটি আঘাত ‍হানে।

শক্তিশালী এ ভূমিকম্প বাংলাদেশ, মায়ানমার ও ভুটানে অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (‌ইউএসজিএস) প্রাথমিক এ কম্পনের মাত্রা ৬.৮ জানালেও এক ঘণ্টা পর তা কমিয়ে ৬.৭ জানায়।

এদিকে, বাংলাদেশের রাজধানীর জুরাইন এলাকায় ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে দ্রুত রাস্তায় নামতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আতিকুর রহমান আতিক (২৭) নামে একজনের মারা গেছেন বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন ২৯ জন।

** ভূমিকম্প কেন্দ্রস্থল ইম্ফলে নিহত ১, আহত ৩৫

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।