ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে অভিযানে ৩২ কুর্দি বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
তুরস্কে অভিযানে ৩২ কুর্দি বিদ্রোহী নিহত

ঢাকা: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বাড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানে কুর্দি বিদ্রোহীদের অন্তত ৩২ জন নিহত হয়েছে। হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও আরও দুই কর্মকর্তা আহত হয়েছেন।



শনিবার (৯ জানুয়ারি) রাতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ভনের ওই বাড়িতে এ অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনী সূত্রের বরাত দিয়ে রোববার (১০ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সূত্রটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে সিরিয়া ও ইরাকের সীমান্তবর্তী ওই বাড়িটিতে অভিযানে যায় নিরাপত্তা বাহিনী। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩২ বিদ্রোহী ও এক পুলিশ কর্মকর্তা নিহত হন।

সংবাদমাধ্যম বলছে, তুরস্কের নিরাপত্তা বাহিনী ও কুর্দি বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা এটি।

রাষ্ট্র ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) এ বিদ্রোহীদের মধ্যে দুই বছর মেয়াদী শান্তি চুক্তির মেয়াদ গত জুলাইয়ে শেষ হওয়ার পর সম্প্রতি দু’পক্ষের মধ্যে সহিংসতা বেড়ে গেছে।

সংঘর্ষের ঘটনা বেশি ঘটছে ইসলামিক স্টেট আইএস অধ্যুষিত সিরিয়া ও ইরাক সীমান্তের এলাকায়। গত শুক্রবারও সীমান্তবর্তী সিজর ও সুর শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৮ বিদ্রোহী নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।