ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফিজিতে ‘উইনস্টন’র তাণ্ডব, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
ফিজিতে ‘উইনস্টন’র তাণ্ডব, নিহত ১ ছবি : সংগৃহীত

ঢাকা: দক্ষিণ গোলার্ধের ইতিহাসে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উইনস্টন’ ফিজিতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। এর প্রভাবে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন।

নিহত ওই বৃদ্ধ কোরো দ্বীপের বাসিন্দা বলে জানিয়েছে দেশটির রেডিও এফএম৯৮.৬।

প্রচণ্ড ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেডিও স্টেশনটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, নির্ধারিত সময়ের আগেই দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। আঘাতের সময় এর বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১২১ মাইল।

এদিকে, ঘূর্ণিঝড়ে অনেক এলাকায় রাস্তার উপর গাছপালা পড়ে থাকার ছবি প্রকাশ করেছে সংবাদমাধ্যম। ফলে যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া তাঁর ছিঁড়ে অনেক এলাকায় বন্ধ রয়েছে বিদ্যু‍ৎ সংযোগ। প্রচণ্ড বাতাসে অনেক এলাকায় বাড়ির ছাদ উড়ে যাওয়ার কথা জানিয়েছেন বাসিন্দারা।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ও জানমালের নিরাপত্তায় দেশটিতে আগামী ৩০ দিন রাষ্ট্রীয় প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছে সরকার। ঘোষণা করা হয়েছে কারফিউ।

একইসঙ্গে গ্রেফতারী পরোয়ানা ছাড়াই নির্দেশনা অমান্যকারীদের পুলিশ গ্রেফতার করতে পারবে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পারমান্যান্ট সেক্রেটারি মেলেতি বাইনিমারামা।

এর আগে ফিজির আবহাওয়া বিষয়ক কেন্দ্র জানায়, তিনশ’ দ্বীপের সমন্বয়ে গঠিত দেশটিতে ক্যাটাগরি ৫ এ রুপান্তরিত হয়ে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৪৫ মাইল বেগে আঘাত হানতে পারে।

এখন পর্যন্ত প্রাপ্ত উপগ্রহ চিত্রে আবহাওয়াবিদরা দেশটির ইতিহাসে ‘উইনস্টন’কে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আখ্যা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
জেডএস

** সময়ের আগেই ফিজিতে ‘উইনস্টন’র আঘাত
** ফিজিতে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উইনস্টন’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ