ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

১৩০০ সন্তানের বাবা ৮৭ বছরের পোস্টম্যান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
১৩০০ সন্তানের বাবা ৮৭ বছরের পোস্টম্যান!

ঢাকা: কুরুরাজ বিচিত্রবীর্যের জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্রের ১০১ সন্তান ছিল। এ নিয়ে সবাইকে বিস্মিত হতে হয়।

এবার তার চেয়ে আরও বড় বিস্ময়কর খবর ছড়িয়েছে মার্কিন মুলুকে। অশীতিপর এক পোস্টম্যান ১৩০০ সন্তানের বাবা!

সেখানকার সংবাদমাধ্যমের খবর, সংখ্যাটা আরও বেশিও হতে পারে। তবে, ১৩০০ জনের বাবা যে তিনিই, সেটা ডিএনএ টেস্টেও প্রমাণিত। বৃদ্ধ নিজেও এ খবর অস্বীকার করছেন না। বরং এই কীর্তির জন্য গর্বিতবোধের কথা জানাচ্ছেন।

ঘটনার সূত্রপাত ২০০১ সালে। সে বছর বাবার পরিচয় জানতে প্রাইভেট গোয়েন্দাদের শরণাপন্ন হন দুই আমেরিকান। ওই তদন্ত গুটিয়ে আনতে পনেরো বছর লাগে তদন্তকারীদের। তবে তদন্তে গিয়ে গোয়েন্দারা খুঁজে পান এক বিস্ময়কর অবসরপ্রাপ্ত পোস্টম্যানের। তার বয়স এখন ৮৭।

প্রাইভেট গোয়েন্দারা জানতে পারেন, কেবল শরণাপন্ন দু’জনই নয়, এমন আরও ১ হাজার ২শ’ ৯৮ জনের বাবা অশীতিপর লোকটি। ডিএনএ পরীক্ষা করেই তারা পোস্টম্যানের ১৩০০ সন্তানের খোঁজ পেয়েছেন।

যদিও ওই পোস্টম্যানের নাম-পরিচয় প্রকাশ করতে চাইছেন না গোয়েন্দারা।

এ অদ্ভূত খবরে কী প্রতিক্রিয়া ৮৭ বছরের ওই বৃদ্ধের? সব শুনে এতটুকুও বিচলিত নন তিনি। বরং বলছিলেন, ‘সে একটা সময় কাটিয়েছি। তরুণীমহলে খুবই প্রিয় ছিলাম। ’

পনেরো বছর পরে বাবার খোঁজ পেলেও ওই বৃদ্ধের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেননি সম্তানরা।

অবশ্য কিছু কিছু সংবাদমাধ্যম এই খবর দিলেও ‘ভুয়া’ বলে জানাচ্ছে অন্য কিছু সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।