ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে নার্সিং হোমে বন্দুকধারীদের হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
ইয়েমেনে নার্সিং হোমে বন্দুকধারীদের হামলায় নিহত ১৬ ছবি: সংগৃহীত

ঢাকা: ইয়েমেনের একটি নার্সিং হোমে বন্দুকধারীদের হামলায় ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ভারতীয়সহ চারজন নার্স রয়েছেন।



শনিবার (০৫ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

খবরে বলা হয়, শুক্রবার (০৪ মার্চ) মাদার তেরেসা মিশনারিজ অব চ্যারিটি’র সহয়াতায় পরিচালিত ওই নার্সিং হোমটিতে হামলা চালায় বন্দুকধারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কমপক্ষে ছয়জন সন্ত্রাসী এ হামলা চালায়। প্রথমে তারা নার্সিং হোমটির গেটে থাকা এক নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করে। পরে তারা নার্সিং হোমটির বিভিন্ন কক্ষের ভেতর ঢুকে আশ্রয় নেওয়া মানুষদের ওপর গুলি চালায়। এ সময় সেখানে থাকা একজন নার্স ফ্রিজের ভেতর লুকিয়ে থেকে নিজের জীবন বাঁচান।

এ ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তার এক টুইটার বার্তায় জানান, ইয়েমেনের ওই নার্সিং হোমে নিহতদের মধ্যে চারজন ছিলেন ভারতীয় বংশোভূত নার্স।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।