ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসলেন রুপার্ট মারডক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসলেন রুপার্ট মারডক ছবি: সংগৃহীত

ঢাকা: ৮৪ বছর বয়সে চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন অস্ট্রেলীয় বংশোদ্ভূত আমেরিকান মিডিয়া মোঘল রুপার্ট মারডক। কনে, ৫৯ বছর বয়সী সাবেক মার্কিন মডেল ও অভিনেত্রী জেরি হল।



শুক্রবার (০৪ মার্চ) এই জুটি লন্ডনের গ্রিন পার্কে স্পেন্সার হাউজে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর শনিবার (০৫ মার্চ) একই শহরের ফ্লিট স্ট্রিটে সেন্ট ব্রাইড চার্চে বিবাহোত্তর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এর আগে চলতি বছরের প্রথমদিকে মারডক-হল জুটি বিয়ের ঘোষণা দেন।

দুনিয়াজুড়ে মিডিয়া জগতে সম্রাটের মতো ক্ষমতাধর রুপার্ট মারডক এ নিয়ে চারবার বিয়ের পিঁড়িতে বসলেও জেরি হল ঘর বাঁধলেন এবারই প্রথম। তবে এর আগে তিনি ও সঙ্গীতশিল্পী মাইক জাগার একসঙ্গে ২৩ বছর কাটান। তাদের চারটি সন্তানও আছে।

বিয়ের পরপরই প্রতিক্রিয়া ব্যক্ত করতে মারডক টুইট করে বলেছেন, আগামী দশদিনের মধ্যে আর কোনো টুইট নয়। নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও সুখী মানুষ বলে মনে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।